শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬২০
সালাতে ইশারা করা প্রসঙ্গে
২৬২০। উত্তরঃ তাঁকে বলা হবেঃ আবু বাকরা (রাহঃ) ..... আবু ওয়াইল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ (রাযিঃ) বলেছেনঃ আমরা সালাতে কথা বার্তা বলতাম এবং প্রয়োজনীয় (কাজের) নির্দেশ দিতাম। আমরা বলতামঃ " আসসালামু আলাল্লাহি ওয়া আ'লা জিবরাঈল ওয়া মিকাঈল ওয়া কুল্লি আব্দিন সালিহিন ইয়া'লামু ইসমাহু ফিসসামায়ি ওয়াল আরদি" অর্থাৎ আল্লাহ তা'আলা, জিবরাঈল (আ), মিকাঈল (আ) ও এমন প্রত্যেক নেক বান্দাদের প্রতি শান্তি, তিনি যার নাম সম্পর্কে অবহিত আছেন আকাশ ও যমিনে। তারপর আমি হাবশা থেকে নবী করীম ﷺ -এর নিকট আগমন করলাম। তিনি তখন সালাত আদায় করেছিলেন। আমি তাঁকে সালাম করলাম, তিনি আমার সালামের জওয়াব দিলেন না। এতে আমাকে ভাবনায় ফেলে দিল যে, (সালাতে) কি ব্যাপার ঘটেছে এবং নতুন কি কোন বিধান আরোপিত হয়েছে। তিনি সালাত শেষ করলে আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! আমার ব্যাপারে কিছু নাযিল হয়েছে? তিনি বললেন, না তো; কিন্তু আল্লাহ তা'আলা যখন ইচ্ছা করেন নতুন বিধান নাযিল করেন।
2620 - قِيلَ لَهُ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , قَالَ: ثنا عَاصِمٌ , عَنْ أَبِي وَائِلٍ , قَالَ: قَالَ عَبْدُ اللهِ: كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلَاةِ وَنَأْمُرُ بِالْحَاجَةِ وَنَقُولُ السَّلَامُ عَلَى جَبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ وَمِيكَائِيلَ وَكُلِّ عَبْدٍ صَالِحٍ يُعْلَمُ اسْمُهُ فِي السَّمَاءِ وَالْأَرْضِ. فَقَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْحَبَشَةِ وَهُوَ يُصَلِّي , فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ , فَأَخَذَنِي مَا قَدُمَ وَمَا حَدَثَ. فَلَمَّا قَضَى صَلَاتَهُ قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَنَزَلَ فِيَّ شَيْءٌ؟ قَالَ: «لَا , وَلَكِنَّ اللهَ يُحْدِثُ مِنْ أَمْرِهِ مَا يَشَاءُ»
