শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৭৭
নামাযের অধ্যায়
মুসাফিরের সালাত
২৪৭৭। আবু বাকরা (রাহঃ) ..... ইব্ন জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আতা (রাহঃ)-কে বললাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন্ সাহাবী সফরে সালাত পুরো পড়তেন? তিনি বললেনঃ আয়েশা (রাযিঃ) এবং সা’দ ইব্ন আবু ওয়াক্কাস (রাযিঃ) ব্যতীত অন্য কেউ এরূপ করতেন বলে আমার জানা নেই ।
এ আতা (রাহঃ) সা’দ (রাযিঃ) থেকে এটি বর্ণনা করেছেন, অথচ তাঁর থেকে আমরা যুহ্রী (রাহঃ) এবং হাবীব ইব্ন আবু সাবিত (রাহঃ)-এর বরাতে এর পরিপন্থী রিওয়ায়াত করেছি।
এ আতা (রাহঃ) সা’দ (রাযিঃ) থেকে এটি বর্ণনা করেছেন, অথচ তাঁর থেকে আমরা যুহ্রী (রাহঃ) এবং হাবীব ইব্ন আবু সাবিত (রাহঃ)-এর বরাতে এর পরিপন্থী রিওয়ায়াত করেছি।
كتاب الصلاة
2477 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: قُلْتُ لِعَطَاءٍ أَيُّ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوَفِّي الصَّلَاةَ فِي السَّفَرِ؟ فَقَالَ: «لَا أَعْلَمُهُ إِلَّا عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ» فَهَذَا عَطَاءٌ قَدْ حَكَى ذَلِكَ عَنْ سَعْدٍ , وَقَدْ رَوَيْنَا عَنْهُ خِلَافَ ذَلِكَ فِي حَدِيثِ الزُّهْرِيِّ , وَحَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ