শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৭২
মুসাফিরের সালাত
২৪৭২। আবু বাক্‌রা (রাহঃ) ও ইব্‌ন মারযূক (রাহঃ).....বিলহারিশ গোত্রের জনৈক ব্যক্তি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা সফর করতাম। একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট আসলাম, তিনি তখন খাবার খাচ্ছিলেন। তিনি বললেন, এসো, খাবার খাও। আমি বললাম, আমি তো সিয়াম পালন করছি। তিনি বললেন, এসো, সিয়াম সম্পর্কে আমি তোমাকে হাদীস বর্ণনা করছিঃ নিশ্চয় আল্লাহ্ তাআলা মুসাফির থেকে সিয়াম এবং অর্ধেক সালাত মউকুফ করে দিয়েছেন ।
2472 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، وَابْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ هَانِئِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ رَجُلٍ مِنْ بَلْحَرِيشٍ , قَالَ: كُنَّا نُسَافِرُ فَأَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَطْعَمُ فَقَالَ: «هَلُمَّ فَاطْعَمْ» فَقُلْتُ: إِنِّي صَائِمٌ. فَقَالَ: «هَلُمَّ أُحَدِّثُكَ عَنِ الصِّيَامِ , إِنَّ اللهَ وَضَعَ عَنِ الْمُسَافِرِ الصِّيَامَ وَشَطْرَ الصَّلَاةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান