শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৫৯
মুসাফিরের সালাত
২৪৫৯। ইব্ন মারযূক (রাহঃ) ..... মুসা ইব্ন সালাম (রাহঃ) থেকে বর্ণান করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছি, আমি বললাম, আমি মক্কায় অবস্থান করছি, (এ অবস্থায়) আমি কত রাক’আত সালাত আদায় করব ? তিনি বললেনঃ আবুল কাসিম (ﷺ) -এর সুন্নত অনুযায়ী দু’রাক’আত ।
2459 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقُلْتُ: إِنِّي أُقِيمُ بِمَكَّةَ , فَكَمْ أُصَلِّي؟ قَالَ: «رَكْعَتَيْنِ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
