শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩২০
কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত পড়া প্রসঙ্গে।
২৩২০। আলী ইব্‌ন মা'বাদ (রাহঃ) আনাস (রাযিঃ) সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেনঃ তোমাদের কেউ যখন সালাতের জন্য আসবে সে যেন স্বাভাবিক ভাবে হেঁটে আসে এবং যা সালত পায় তা পড়ে নেয় আর ছুটে যাওয়া সালাত কাযা করে নেয়।
আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ আমাদের নিকট যুক্তি দ্বারা প্রমাণিত হচ্ছে যে, কেউ যদি কাতারের পিছনে সালাত আদায় করে, তার সালাত জারি হয়ে যাবে। আর তা এজন্য যে, কেউ যদি ইমামের পিছনে কোন কাতারের মধ্যে সালাত আদায় শুরু করে দেয় এবং তার সম্মুখের কাতারে এক ব্যক্তির জায়গা খালী আছে, তাহলে সকলের মতে (সেই অবস্থায়) হেঁটে গিয়ে উক্ত জায়গায় দাঁড়িয়ে যাওয়া সেই ব্যক্তির জন্য জায়িয আছে । অনুরূপ আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছেঃ
2320 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: أنا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا جَاءَ أَحَدُكُمْ يَعْنِي إِلَى الصَّلَاةِ فَلْيَمْشِ عَلَى هَيْئَتِهِ , فَلْيُصَلِّ مَا أَدْرَكَ , وَلْيَقْضِ مَا سُبِقَ بِهِ مِنْهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: وَالنَّظَرُ عِنْدَنَا يَدُلُّ عَلَى أَنَّ مَنْ صَلَّى خَلْفَ الصَّفِّ , فَصَلَاتُهُ جَائِزَةٌ. وَذَلِكَ أَنَّهُمْ لَا يَخْتَلِفُونَ فِي رَجُلٍ كَانَ يُصَلِّي وَرَاءَ الْإِمَامِ فِي صَفٍّ , فَخَلَا مَوْضِعُ رَجُلٍ أَمَامَهُ أَنَّهُ يَنْبَغِي لَهُ أَنْ يَمْشِيَ إِلَيْهِ حَتَّى يَقُومَ فِيهِ , وَكَذَلِكَ رُوِيَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩২০ | মুসলিম বাংলা