শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩০৬
আন্তর্জাতিক নং: ২৩০৭
কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত পড়া প্রসঙ্গে।
২৩০৬-২৩০৭। আবু বাকরা (রাহঃ)... আবু বাঁকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) রুকু অবস্থায় আছেন, এমন সময় আমি তাড়াহুড়া করে (মসজিদে) এসেছি এবং কাতারের পিছনে সালাতে শরীক হয়েছি। তারপর হেঁটে কাতারের মধ্যে প্রবেশ করেছি । রাসূলুল্লাহ্ (ﷺ) সালাত শেষে বললেন, তােমাদের কে কাতারের পিছনে সালাত পড়েছে ? আবু বাকরা (রাযিঃ) বললেন, আমি । তিনি দুআ দিয়ে বললেন, আল্লাহ তােমার স্পৃহাকে বৃদ্ধি করে দিন, তবে এরূপ আর করবে না।

হুসাইন ইবনে হাকাম হিবারি (রাহঃ)... হাম্মদ ইবনে সালাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছে।
2306 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ الضَّرِيرُ , قَالَ: أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , أَنَّ زِيَادَ الْأَعْلَمَ أَخْبَرَهُمْ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ , قَالَ: جِئْتُ وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاكِعٌ , وَقَدْ حَفَزَنِي النَّفَسُ , فَرَكَعْتُ دُونَ الصَّفِّ , ثُمَّ مَشَيْتُ إِلَى الصَّفِّ. فَلَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ , قَالَ: «أَيُّكُمُ الَّذِي رَكَعَ دُونَ الصَّفِّ؟» قَالَ أَبُو بَكْرَةَ: أَنَا , قَالَ: «زَادَكَ اللهُ حِرْصًا وَلَا تَعُدْ»

2307 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَكَمِ الْجِيزِيُّ، قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩০৬ | মুসলিম বাংলা