শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৯৬
আন্তর্জাতিক নং: ২২৯৭
কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৯৬-২২৯৭। ইবনে আবু দাউদ (রাহঃ) .... আব্দুর রহমান ইবন যাজ্জাজ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি শায়বা ইবন উসমান (রাযিঃ)-এর নিকট এসে বললাম, হে আবু উসমান! ইবন আব্বাস (রাযিঃ) বলেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বাইতুল্লায় প্রবেশ করেছেন এবং সালাত আদায় করেন নি। তিনি বললেন, নয় কেন, তিনি (ﷺ) সম্মুখ ভাগের দু'খুঁটির নিকটে দু'রাকআত সালাত আদায় করেছেন। তারপর উক্ত দু'খুঁটির সাথে নিজ পিঠ লাগিয়েছেন।
ফাহাদ (রাহঃ)...আব্দুল্লাহ ইবনে মুসলিম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
ফাহাদ (রাহঃ)...আব্দুল্লাহ ইবনে মুসলিম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
2296 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: ثنا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الزَّجَّاجِ، قَالَ: أَتَيْتُ شَيْبَةَ بْنَ عُثْمَانَ فَقُلْتُ: يَا أَبَا عُثْمَانَ: إِنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْكَعْبَةَ فَلَمْ يُصَلِّ , قَالَ: «بَلَى صَلَّى رَكْعَتَيْنِ عِنْدَ الْعَمُودَيْنِ الْمُقَدَّمَيْنِ ثُمَّ أَلْزَقَ بِهِمَا ظَهْرَهُ»
2297 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ , قَالَ: أنا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2297 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ , قَالَ: أنا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مُسْلِمٍ فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
