শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৭৯
৫৬. কা‘বার অভ্যন্তরে সালাত আদায় করা।
২২৭৯। আবু বাকরা বাকরার ইবনে কুতায়বা কাযী (রাহঃ)... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আতা (রাহঃ)- কে বললাম আপনি কি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বলতে শুনি আছেন যে, "আমাদেরকে তাওয়াফের হুকুম করা হয়েছে, বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ এর হুকুম করা হয়নি?" তিনি বললেন, তিনি এতে প্রবেশের ব্যপারে নিষেধ করতেন না। কিন্তু আমি তাকে বলতে শুনেছিঃ আমাকে উসামা ইবনে যায়দ (রাযিঃ) সুসংবাদ দিয়েছেন যে, রাসুলুল্লাহ(ﷺ) যখন বাইতুল্লাহ অভ্যন্তরে প্রবেশ করেছেন তখন এর প্রত্যেক প্রান্তে গিয়ে দু'আ করেছেন; এতে তিনি কোন সালাত আদায় করেননি। তারপর তিনি বের হয়ে দু'রাকাত সালাত আদায় করেন এবং বলেন এটি-ই হচ্ছে কিবলা।
بَابُ الصَّلَاةِ فِي الْكَعْبَةِ
2279 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ الْقَاضِي , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ النَّبِيلُ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ , قَالَ: قُلْتُ لِعَطَاءٍ أَسَمِعْتَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: إِنَّمَا أُمِرْنَا بِالطَّوَافِ , وَلَمْ نُؤْمَرْ بِدُخُولِهِ؟ يَعْنِي الْبَيْتَ. فَقَالَ: لَمْ يَكُنْ يُنْهَى عَنْ دُخُولِهِ , وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ: أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَخَلَ الْبَيْتَ , دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا , وَلَمْ يُصَلِّ فِيهِ شَيْئًا حَتَّى خَرَجَ , فَلَمَّا خَرَجَ صَلَّى رَكْعَتَيْنِ وَقَالَ: «هَذِهِ الْقِبْلَةُ»
