শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২৬৯
উট রাখার স্থানে সালাত আদায় করা।
২২৬৯। ফাহাদ (রাহঃ)... ইয়ায (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন উট রাখার স্থানে সালাত আদায় কে নিষেধ করা হয়েছে, যেহেতু লোকেরা মলমূত্রের জন্য এর দ্বারা পর্দা করে থাকে। বস্তুত এ ব্যাখ্যা সুরাইক (রাহঃ)- এর অনুকূলে রয়েছে।
2269 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، أَنَّ عِيَاضًا، قَالَ: «إِنَّمَا نُهِيَ عَنِ الصَّلَاةِ، فِي أَعْطَانِ الْإِبِلِ , لِأَنَّ الرَّجُلَ يَسْتَتِرُ بِهَا لِيَقْضِيَ حَاجَتَهُ» فَهَذَا التَّفْسِيرُ مُوَافِقٌ لِتَفْسِيرِ شَرِيكٍ
