শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৬৩
আন্তর্জাতিক নং: ২২৬৪
উট রাখার স্থানে সালাত আদায় করা।
২২৬৩-২২৬৪। আলী ইবনে মা'বদ (রাহঃ), এবং মুহাম্মাদ ইবনে খুযাইমা (রাহঃ), আবু হুরাইরা (রাযিঃ), থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেনঃ রাসূল (ﷺ) বলেছেন তোমরা যখন ছাগল রাখার ঘর এবং উট রাখার স্থান ব্যতীত অন্য কোন স্থান না পাও তাহলে ছাগল রাখার ঘরে সালাত আদায় করবে, কিন্তু উট রাখার স্থান এ সালাত আদায় করবে না।
2263 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ ح

2264 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ , قَالَا: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ , عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَمْ تَجِدُوا إِلَّا مَرَابِضَ الْغَنَمِ , وَمَعَاطِنَ الْإِبِلِ , فَصَلُّوا فِي مَرَابِضِ الْغَنَمِ , وَلَا تُصَلُّوا فِي مَعَاطِنِ الْإِبِلِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান