শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৬২
উট রাখার স্থানে সালাত আদায় করা।
২২৬২। মুহাম্মাদ ইবনে খুযাইমা (রাহঃ) ..বারা ইবনে আযিব থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন জৈনক ব্যক্তি রাসূল (ﷺ) কে বললেন, আমি কি ছাগল রাখার ঘরে সালাত আদায় করতে পারবো? তিনি বললেন হ্যাঁ পারবে। সে বলল, এর গোশত খেয়ে কি ওযু করব? তিনি বললেন না সে বলল, উট রাখার স্থানে কি সালাত পড়তে পারব? তিনি বললেন না। সে বলল, এর গোশত খেয়ে ওযু করব? তিনি বললেন হ্যাঁ।
2262 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ,: أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِهَا. قَالَ: «لَا» قَالَ: أُصَلِّي فِي مَعَاطِنِ الْإِبِلِ؟ قَالَ: «لَا» قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِهَا؟ قَالَ: «نَعَمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান