শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৬০
৫৪.উট রাখার স্থানে সালাত আদায় করা।
২২৬০। ইয়াযিদ ইবনে সিনান (রাহঃ), সালিহ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ও বকর ইবনে ইদ্রিস (রাহঃ) ইবনে উমর (রাযিঃ), থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসুল (ﷺ)সাত স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন, কসাইখানা, আবর্জনা ফেলার স্থানে, কবরস্থানে,(চলাচলের) পথে, গোসলখানায়, উট রাখার স্থানে, বাইতুল্লাহর উপরে।
بَابُ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ
2260 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , وَصَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَبَكْرُ بْنُ إِدْرِيسَ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ أَبُو الْعَبَّاسِ الْمِصْرِيُّ , عَنْ زَيْدِ بْنِ جَبِيرَةَ , عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلَاةِ فِي سَبْعَةِ مَوَاطِنَ فِي الْمَزْبَلَةِ , وَالْمَجْزَرَةِ , وَالْمَقْبَرَةِ , وَقَارِعَةِ الطَّرِيقِ , وَالْحَمَّامِ , وَمَعَاطِنِ الْإِبِلِ , وَفَوْقَ بَيْتِ اللهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান