শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৫৯
এক কাপড়ে সালাত আদায় করা
২২৫৯। ইবনে আবু দাউদ (রাহঃ)... কায়স আবু হাযিম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ইয়ারমুক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ (রাযিঃ) এক কাপড়ে আমাদেরকে ইমামতি করেছেন; যার উভয় প্রাপ্ত বিপরীতভাবে উভয় কাঁধে রাখা ছিল, তার পিছনে (সালাত আদায় করেছেন) রাসুল (ﷺ) এর সাহাবীগণ। বাস্তুত যে সমস্ত রিয়াওয়াত আমরা রাসুল(ﷺ) এর সাহাবীগণ থেকে বর্ণনা করেছি এতে প্রমাণিত হয়েছে যে তারা এক কাপড়ের সালাত আদায় করেছেন। যা পূর্বে বর্ণিত ওমর (রাযিঃ) এর রেওয়ায়েত এর পরিপন্থী, অবশ্য পূর্বলিখিত হাদীসগুলোতে প্রমাণিত হয়েছে যে এগুলোর অনুকূলে মুতাওয়াতির সনদের সাথে মারফুয়াত রয়েছে অতএব ওমর (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস অপেক্ষা এগুলো গ্রহণ করাই উত্তম বিবেচিত হবে। আর এটি আবু হানিফা (রাহঃ),আবু ইউসুফ (রাহঃ), ও মোহাম্মদ (রাহঃ) এর উক্তি।
2259 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: «أَمَّنَا خَالِدُ بْنُ الْوَلِيدِ يَوْمَ الْيَرْمُوكِ , فِي ثَوْبٍ وَاحِدٍ , قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ , وَخَلَفَهُ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَفِيمَا قَدْ رَوَيْنَا عَمَّنْ ذَكَرْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ , مَا يُضَادُّ مَا رَوَيْنَا عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ. ثُمَّ قَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْآثَارِ الْمُتَقَدِّمَةِ , مَا قَدْ وَافَقَ ذَلِكَ , فَذَلِكَ أَوْلَى أَنْ يُؤْخَذَ بِهِ , مِمَّا رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ. وَهَذَا الَّذِي بَيَّنَّا , قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান