শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২২৩৪
আন্তর্জাতিক নং: ২২৩৬
এক কাপড়ে সালাত আদায় করা
২২৩৪-২২৩৬। ইবন মারযূক (রাহঃ) ..... উম্মু হানী বিনত আবু তালিব (রাযিঃ) থেকে একট দীর্ঘ হাদীসে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা (রাযিঃ) কে গোসলের পানি ঢেলে দেয়ার জন্য নির্দেশ করেন। তিনি তাঁর জন্য পানি ঢাললে তিনি গোসল করেন, তারপর তিনি এক কাপড়ে কয়েক রাক'আত সালাত আদায় করেন, যার দু'প্রান্ত তার উভয় কাঁধের উপর আড়াআড়িভাবে ছিল।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) আবু মুররা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সালাত বিষয়ে অনুরূপ উল্লেখ করেছেন, এবং বলেছেন, আট রাক'আত সালাত'।

ইউনুস (রাহঃ) .....আবু মুররা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু হানী বিনত আবু তালিব (রাযিঃ) তাঁকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2234 - فَإِذَا ابْنُ مَرْزُوقٍ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ , عَنِ الْمَقْبُرِيِّ , عَنْ أَبِي مُرَّةَ مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ , عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , فِي حَدِيثٍ طَوِيلٍ قَالَتْ: «فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فَسَكَبَتْ لَهُ غِسْلًا فَاغْتَسَلَ , ثُمَّ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ , مُخَالِفًا بَيْنَ طَرَفَيْهِ رَكَعَاتٍ»

2235 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَنْصَارِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي مُرَّةَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ فِي الصَّلَاةِ مِثْلَهُ , وَقَالَ: ثَمَانِ رَكَعَاتٍ

2236 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ , وَأَبِي النَّضْرِ , مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ , أَنَّ أَبَا مُرَّةَ أَخْبَرَهُمَا أَنَّ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান