শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২২০৩
ফজরের জামাআত আরম্ভ হওয়ার পর মসজিদে প্রবেশকারী সুন্নত আদায় করতে পারবে কি না?
২২০৩। ফাহাদ (রাহঃ) …. মালিক ইবন মিগওয়াল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নাফি' (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আমি ফজরের সালাতের ইকামত হয়ে যাওয়ার পর ফজরের সালাতের জন্য ইবন উমর (রাযিঃ) কে (ঘুম থেকে) জাগিয়েছি। তিনি তখন উঠে দু'রাকআত (সুন্নত) আদায় করেছেন।
2203 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، يَقُولُ: «أَيْقَظْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا لِصَلَاةِ الْفَجْرِ , وَقَدْ أُقِيمَتِ الصَّلَاةُ , فَقَامَ فَصَلَّى الرَّكْعَتَيْنِ»
