শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৭৬
নামাযের অধ্যায়
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৭৬। আবু বাকর (রাহঃ) ….. ইবরাহীম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলকামা (রাহঃ)-কে জিজ্ঞেস করা হলো যে, ইমাম খুতবা দানকালে কিংবা ইমাম (হুজরা থেকে) বেরিয়ে এলে কি আমরা কথাবার্তা বলতে পারব ? তিনি বললেন, না। তারপর তাঁকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইমামের খুতবার সময় আমি কি আমার ওযীফা পাঠ করতে পরব ? উত্তরে তিনি বললেন, (এখন) ক্ষতি না করলেও তা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে।
كتاب الصلاة
2176 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: قِيلَ لِعَلْقَمَةَ: أَتَتَكَلَّمُ وَالْإِمَامُ يَخْطُبُ؟ أَوَ قَدْ خَرَجَ الْإِمَامُ؟ قَالَ: لَا. فَقَالَ لَهُ رَجُلٌ: أَقْرَأُ حِزْبِي وَالْإِمَامُ يَخْطُبُ؟ قَالَ: عَسَى أَنْ يَضُرَّكَ، وَلَعَلَّكَ أَنْ لَا يَضُرَّكَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান