শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৭৬
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৭৬। আবু বাকর (রাহঃ) ….. ইবরাহীম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলকামা (রাহঃ)-কে জিজ্ঞেস করা হলো যে, ইমাম খুতবা দানকালে কিংবা ইমাম (হুজরা থেকে) বেরিয়ে এলে কি আমরা কথাবার্তা বলতে পারব ? তিনি বললেন, না। তারপর তাঁকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইমামের খুতবার সময় আমি কি আমার ওযীফা পাঠ করতে পরব ? উত্তরে তিনি বললেন, (এখন) ক্ষতি না করলেও তা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে।
2176 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: قِيلَ لِعَلْقَمَةَ: أَتَتَكَلَّمُ وَالْإِمَامُ يَخْطُبُ؟ أَوَ قَدْ خَرَجَ الْإِمَامُ؟ قَالَ: لَا. فَقَالَ لَهُ رَجُلٌ: أَقْرَأُ حِزْبِي وَالْإِمَامُ يَخْطُبُ؟ قَالَ: عَسَى أَنْ يَضُرَّكَ، وَلَعَلَّكَ أَنْ لَا يَضُرَّكَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান