শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৭৫
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৭৫। ইবন আবু দাউদ (রাহঃ) ...... হিশাম ইবন উরওয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি দেখলাম, আব্দুল্লাহ্ ইবন সফওয়ান (রাহঃ) জুমু'আর দিন মসজিদে প্রবেশ করলেন, তখন আব্দুল্লাহ্ ইবন যুবাইর (রাযিঃ) মিম্বরে খুতবা দিচ্ছিলেন। তাঁর পরণে একটি লুঙ্গি, একটি চাদর, এক জোড়া জুতা আর মাথায় ছিল পাগড়ি। তিনি রুকনে ইয়ামানীকে চুম্বন করলেন। তারপর আমীরুল মু'মিনীন (আব্দুল্লাহ্ ইবন যুবাইর রা)-কে সালাম করে বসে গেলেন এবং সালাত আদায় করলেন না।
2175 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ الْخَلِيلِ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ صَفْوَانَ دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ , وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ , وَعَلَيْهِ إِزَارٌ وَرِدَاءٌ وَنَعْلَانِ , وَهُوَ مُتَعَمِّمٌ بِعِمَامَةٍ , فَاسْتَلَمَ الرُّكْنَ ثُمَّ قَالَ: «السَّلَامُ عَلَيْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ ثُمَّ جَلَسَ وَلَمْ يَرْكَعْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান