আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৭৭
সূরা নাস
الوَسْوَاسِ এর ব্যাখ্যায় ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, শিশু ভূমিষ্ঠ হলে শয়তান এসে তাকে স্পর্শ করে। তারপর সেখানে আল্লাহর নাম নিলে শয়তান পালিয়ে যায়। আর আল্লাহর নাম না নিলে সে তার অন্তরে স্থান করে নেয়।
الوَسْوَاسِ এর ব্যাখ্যায় ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, শিশু ভূমিষ্ঠ হলে শয়তান এসে তাকে স্পর্শ করে। তারপর সেখানে আল্লাহর নাম নিলে শয়তান পালিয়ে যায়। আর আল্লাহর নাম না নিলে সে তার অন্তরে স্থান করে নেয়।
৪৬১৭। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... যির ইবনে হুবাইশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাই ইবনে কা’ব (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, বললাম, হে মুনযিরের পিতা! আপনার দীনিভাই ইবনে মাসউদ (রাযিঃ) তো এ ধরনের কথা বলে থাকেন। তখন উবাই (রাযিঃ) বললেন, আমি এ বিষয়ে রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, আমাকে বলা হয়েছে। তাই আমি বলেছি। উবাই ইবনে কা’ব (রাযিঃ) বলেন, সুতরাং রাসূল (ﷺ) যা বলেছেন আমরাও তাই বলি।


বর্ণনাকারী: