আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৭৬
সূরা ফালাক
মুজাহিদ (রাহঃ) বলেন, الْفَلَقُ মানে সকাল। غَاسِقٍ মানে রাত। إِذَا وَقَبَ মানে সূর্য অস্তমিত হওয়া। আরবীতে فَلَقِ ও فَرَقِ একই অর্থে ব্যবহৃত হয়। তাই বলা হয়, أَبْيَنُ مِنْ فَرَقِ وَفَلَقِ الصُّبْحِ মানে ভোরের আলো উদ্ভাসিত হওয়ার চাইতেও তা স্পষ্ট। وَقَبَ মানে অন্ধকার সব জায়গায় প্রবেশ করে এবং আচ্ছন্ন করে ফেলে।
৪৬১৬। কুতায়রা ইবনে সাঈদ (রাহঃ) ......... যির ইবনে হুবাইশ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উবাই ইবনে কা’ব (রা) কে مُعَوِّذَتَيْنِ সম্পর্কে জিজ্ঞাসা করার পর তিনি বললেন, এ বিষয়ে আমি রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, আমাকে বলা হয়েছে, তাই আমি বলছি। উবাই ইবনে কা’ব (রাযিঃ) বলেন, রাসূল (ﷺ) যেমন বলেছেন, আমরাও ঠিক তেমনি বলছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন