শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৬২
আন্তর্জাতিক নং: ২১৬৩
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৬২-২১৬৩। ইবন মারযূক (রাহঃ) ও মুহাম্মাদ ইবন সুলায়মান বাগান্দী (রাহঃ) সালমান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা জান, জুমু'আ কি ? আমি বললাম, আল্লাহ্ ও আল্লাহর রাসূলই ভাল জানেন। তারপর তিনি বললেন, তোমরা জান, জুমু'আ কি ? তৃতীয় অথবা চতুর্থ বারে আমি বললাম, এটি সে দিবস, যে দিবসে আপনার (আদি) পিতা (আদম)-কে একত্রিত (সৃষ্টি) করা হয়েছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, না,তবে আমি তোমাকে জুমু'আ সম্পর্কে অবহিত করব। যে কেউ জুমু'আর দিন পবিত্রতা অর্জন করবে, তারপর জুমু'আর দিকে চলবে, তারপর ইমামের সালাত সমাপ্ত করা পর্যন্ত নীরবতা অবলম্বন করবে, তার জন্য তার এই আমল এই জুমু'আ থেকে নিয়ে পরবর্তী জুমু'আ পর্যন্ত (গোনাহের) কাফ্ফারা হবে, যতক্ষণ পর্যন্ত সে ধ্বংসকে অনিবার্যকারী (কবীরা গোনাহ থেকে) বিরত থাকবে

আহমদ ইবন দাউদ (রাযিঃ) ..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
2162 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْبَاغَنْدِيُّ , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنِ الْمُغِيرَةِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ عَلْقَمَةَ , عَنْ قَرْثَعٍ , عَنْ سَلْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَدْرُونَ مَا الْجُمُعَةُ» قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ , ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ مَا الْجُمُعَةُ» قُلْتُ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ هُوَ الْيَوْمُ الَّذِي جُمِعَ فِيهِ أَبُوكَ قَالَ: «لَا , وَلَكِنْ أُخْبِرُكَ عَنِ الْجُمُعَةِ , مَا مِنْ أَحَدٍ يَتَطَهَّرُ , ثُمَّ يَمْشِي إِلَى الْجُمُعَةِ , ثُمَّ يُنْصِتُ حَتَّى يَقْضِيَ الْإِمَامُ صَلَاتَهُ , إِلَّا كَانَ لَهُ كَفَّارَةُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الَّتِي قَبْلَهَا مَا اجْتَنَبَ الْمَقْتَلَةَ»

2163 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৬২ | মুসলিম বাংলা