শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৬০
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৬০। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ….. আবুদ্দারদা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু'আর দিনে মিম্বরে বসলেন, লোকদেরকে খুতবা দিচ্ছিলেন। তিনি একটি আয়াত তিলাওয়াত করলেন। আমার পাশে ছিলেন উবাই ইবন কা'ব (রাযিঃ) । আমি তাকে বললাম, হে উবাই ইবন কা'ব (রাযিঃ) এ আয়াতটি কখন অবতীর্ণ হয়েছিলো ? তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মিম্বর হতে অবতরণ না করা পর্যন্ত আমার সাথে কথা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বর থেকে নেমে যাওয়ার পর তিনি বললেন, তোমার এই জুমু'আ দ্বারা অনর্থক কথা ছাড়া কোন ফায়দা-ই হলো না।
তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) সালাত শেষ করলেন। আমি তাঁর নিকট গিয়ে এ বিষয়ে তাঁকে অবহিত করলাম। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আপনি একটি আয়াত তিলাওয়াত করেছেন, আমার পাশে ছিলেন উবাই ইবন কা'ব (রাযিঃ) আমি তাঁকে জিজ্ঞেস করলাম, এ আয়াতটি কখন অবতীর্ণ হয়েছে ? কিন্তু মিম্বর থেকে আপনার অবতরণ না করা পর্যন্ত তিনি আমার সাথে কথা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। তিনি আমাকে বললেন, আমার এই জুমু'আতে নাকি অনর্থক কথা ছাড়া আর কোন ফায়দা হয়নি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, সে সত্য বলেছে। তুমি যখন তোমার ইমামকে কথা বলতে শুনবে তখন নীরব থাকবে, যতক্ষণ না তিনি অবসর হন।
2160 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ , عَنْ حَرْبِ بْنِ قَيْسٍ , عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّهُ قَالَ: " جَلَسَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ يَخْطُبُ النَّاسَ , فَتَلَا آيَةً , وَإِلَى جَنْبِي أُبَيُّ بْنُ كَعْبٍ , فَقُلْتُ لَهُ: يَا أُبَيُّ , مَتَى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ؟ فَأَبَى أَنْ يُكَلِّمَنِي حَتَّى إِذَا نَزَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمِنْبَرِ , قَالَ: مَا لَكَ مِنْ جُمُعَتِكَ إِلَّا مَا لَغَوْتَ. ثُمَّ انْصَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَجِئْتُهُ فَأَخْبَرْتُهُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ تَلَوْتَ آيَةً وَإِلَى جَنْبِي أُبَيُّ بْنُ كَعْبٍ , فَسَأَلْتُهُ: مَتَى نَزَلَتْ هَذِهِ الْآيَةُ؟ فَأَبَى أَنْ يُكَلِّمَنِي , حَتَّى إِذَا نَزَلَتْ زَعَمَ أَنَّهُ لَيْسَ لِي مِنْ جُمُعَتِي إِلَّا مَا لَغَوْتَ , قَالَ: «صَدَقَ , إِذَا سَمِعْتُ إِمَامَكَ يَتَكَلَّمُ , فَأَنْصِتْ حَتَّى يَنْصَرِفَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৬০ | মুসলিম বাংলা