শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৫৪
জুমু'আর দিন ইমামের খুতবা দানকালে কেউ মসজিদে প্রবেশ করলে সে সালাত পড়বে কিনা?
২১৫৪। ইয়াযিদ ইবন সিনান (রাহঃ) ….. সুলাইক ইবন হুদবা আল-গাতফানী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি জুমু'আর দিন রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বরের উপর খুতবা দানকালে উপস্থিত হয়েছিলেন। ফলে রাসূলুল্লাহ্ তাঁকে বললেন, তুমি কি দু'রাক'আত সালাত আদায় করেছ? সুলাইক (রাযিঃ) উত্তর দিলেন, জী না। তখন তিনি বললেন, তুমি সংক্ষেপে দু'রাক'আত সালাত আদায় কর।
2154 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا صَفْوَانُ بْنُ عِيسَى، قَالَ: ثنا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ سُلَيْكِ بْنِ هَدِيَّةَ الْغَطَفَانِيِّ، أَنَّهُ جَاءَ وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ لَهُ: «أَرَكَعْتَ رَكْعَتَيْنِ؟» قَالَ: لَا , قَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১৫৪ | মুসলিম বাংলা