শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৪৮
নামাযের অধ্যায়
কেউ ঘরে সালাত আদায় করে মসজিদে এসে লোকদের (জামাআতে) সালাতরত দেখলে
২১৪৮। ইবন মারযূক (রাহঃ) ….. নাফি' (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, ইবন উমর (রাযিঃ) বলেছেন, তুমি যদি বাড়িতে তোমার পরিবারে সালাত আদায় করে থাক তারপর (মসজিদে এসে জামাআতে) সালাত পাও তাহলে ফজর এবং মাগরিব ব্যতীত অন্যান্য সালাতে শরীক হও। কারণ, ফজর এবং মাগরিব পুনঃ আদায় করা যায় না।
كتاب الصلاة
2148 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ: أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: «إِنْ صَلَّيْتَ فِي أَهْلِكَ ثُمَّ أَدْرَكْتَ الصَّلَاةَ , فَصَلِّهَا إِلَّا الصُّبْحَ وَالْمَغْرِبَ , فَإِنَّهُمَا لَا يُعَادَانِ فِي يَوْمٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান