শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৩৩
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
আবু বাকরা (রাহঃ) ….. আব্দুল্লাহ্ ইব্‌ন ছা'লাবা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার উমর ইবন খাত্তাব (রাযিঃ) ফজরের সালাতে আমাদের ইমামতি করলেন। রাবী বলেন, আমার জানা মতে সা'দ (রাযিঃ) বলেছেন, ফজরের সালাতে তিনি আমাদের ইমামতি করলেন। তাতে তিনি সূরা হাজ্জ তিলাওয়াত করে দু'টি সিজদা করলেন।
حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , وَرَوْحٌ , قَالَا: ثنا شُعْبَةُ , قَالَ: أَنْبَأَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: سَمِعْتُ ابْنَ أُخْتٍ لَنَا يُقَالُ لَهُ: عَبْدُ اللهِ بْنُ ثَعْلَبَةَ
قَالَ: صَلَّى بِنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ الصُّبْحَ فِيمَا أَعْلَمُ , قَالَ سَعْدٌ: «صَلَّى بِنَا الصُّبْحَ , فَقَرَأَ بِالْحَجِّ وَسَجَدَ فِيهَا سَجْدَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান