শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৩১
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১৩১। আলী ইবন শায়বা (রাহঃ) ...... আওয়াম ইবন হাওশাব (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মুজাহিদ (রাহঃ)-কে সূরা সা'দের সিজদা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এ প্রসঙ্গে আমি ইব্ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, সূরা সা'দে সিজদা কর। তারপর তিনি আমার সম্মুখে সূরা আন'আমের নিম্নোক্ত আয়াতগুলো তিলাওয়াত করলেন وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ থেকে أُولَئِكَ الَّذِينَ هَدَى اللهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهِ পর্যন্ত রাসূলুল্লাহ্ (ﷺ)-কে যাদের অনুসরণ করতে বলা হয়েছে দাউদ (আ) তাঁদের অন্যতম ।
2131 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا الْعَوَّامُ بْنُ حَوْشَبَ قَالَ: سَأَلْتُ مُجَاهِدًا عَنِ السُّجُودِ، فِي ص فَقَالَ: سَأَلْتُ عَنْهَا ابْنَ عَبَّاسٍ , فَقَالَ: " اسْجُدْ فِي ص فَتَلَا عَلَيَّ هَؤُلَاءِ الْآيَاتِ مِنَ الْأَنْعَامِ {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} إِلَى قَوْلِهِ {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهِ} [الأنعام: 90] فَكَانَ دَاوُدُ مِمَّنْ أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْتَدِيَ بِهِ "
