শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২১০৬
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১০৬। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) আতা (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি ইবন আব্বাস (রাযিঃ)-কে কুরআনের তিলাওয়াতের সিজদা সম্পর্কে জিজ্ঞেস করলে, উত্তরে তিনি মুফাসসালে কোন সিজদা উল্লেখ করেননি।
এরূপ বর্ণনা থাকলেও আমাদের নিকট সঠিক নয়। কারণ আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে এ পরিচ্ছেদে আমরা বর্ণনা করেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) সূরা আন-নাজমে সিজদা করেছেন এবং তিনি তখন তাঁর নিকট উপস্থিত ছিলেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ) সূরা ইনশিকাকেও সিজদা করেছেন। বস্তুত আবু হুরায়রা (রাযিঃ) ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে সাক্ষাত করেছেন তাঁর ওফাতের তিন বছর পূর্বে। স্বয়ং আবু হুরায়রা (রাযিঃ) থেকে এ বিষয়টি এ গ্রন্থের যথাস্থানে বর্ণনা করেছি। অতএব উপরোক্ত প্রবক্তাদের উক্তি যে সঠিক নয় এটি তার প্রমাণ। রাসূলুল্লাহ্ (ﷺ) মুফাসসালে তিলাওয়াতের সিজদা করতেন বলে মুতাওয়াতির হাদীস বর্ণিত হয়েছে। এর মধ্যে রয়েছে নিম্নোক্ত হাদীস সমূহঃ
2106 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ قَالَ: ثنا هَمَّامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ: «أَنَّهُ سَأَلَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ سُجُودِ الْقُرْآنِ، فَلَمْ يُعِدْ عَلَيْهِ فِي الْمُفَصَّلِ شَيْئًا» وَهَذَا عِنْدَنَا لَوْ ثَبَتَ , لَكَانَ فَاسِدًا , وَذَلِكَ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ رَوَيْنَا عَنْهُ فِي هَذَا الْبَابِ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَجَدَ فِي النَّجْمِ وَأَنَّهُ كَانَ حَاضِرًا ذَلِكَ , وَأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ. وَإِسْلَامُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَلِقَاؤُهُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا كَانَ بِالْمَدِينَةِ قَبْلَ وَفَاتِهِ بِثَلَاثِ سِنِينَ , وَقَدْ رَوَيْنَا ذَلِكَ عَنْهُ فِي مَوَاضِعِهِ مِنْ كِتَابِنَا هَذَا , فَدَلَّ ذَلِكَ عَلَى فَسَادِ مَا ذَهَبَ إِلَيْهِ أَهْلُ تِلْكَ الْمَقَالَةِ. وَقَدْ تَوَاتَرَتِ الْآثَارُ أَيْضًا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسُجُودِهِ فِي الْمُفَصَّلِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২১০৬ | মুসলিম বাংলা