মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২১০৪। ইবন মারযুক (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তাতে সিজ্দা করতেন। অতএব প্রমাণিত হলো যে, এঁরা উবাই ইবন কা'ব (রাযিঃ)-এর উক্তি মুফাসসালে সিজদা নেই-এর ব্যাপারে বিরোধী মত পোষণ করেছেন।