শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৯৩
আন্তর্জাতিক নং: ২০৯৪
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৯৩-২০৯৪। ইবন মারযূক (রাহঃ) ….. আসওয়াদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) এবং আব্দুল্লাহ অর্থাৎ ইবন মাসউদ (রাযিঃ) সূরা 'ইযাস সামাউন শাককাত' এ সিজদা করেছেন। মনসুর রাবী বলেন, অথবা তাদের (উমর রা ও ইবন মাসউদ রা) দু'জনের একজন।

আবু বাকরা (রাহঃ) ..... শু'বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2093 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ: " أَنَّ عُمَرَ، وَعَبْدَ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا سَجَدَا فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ قَالَ مَنْصُورٌ: أَوْ أَحَدُهُمَا "

2094 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ