শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৯২
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৯২। ইবন মারযূক (রাহঃ) ..... মাসরূক (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উসমান (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি সূরা আন্ নাজ্ম পড়ে সিজদা করেছেন। তারপর দাঁড়িয়ে অন্য সূরা তিলাওয়াত করেছেন।
2092 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ: «صَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ الصُّبْحَ , فَقَرَأَ النَّجْمَ فَسَجَدَ فِيهَا , ثُمَّ قَامَ فَقَرَأَ سُورَةً أُخْرَى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান