শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৮১
মুফাসসালে (সূরা আন-নাজম-৫৩, ইনশিকাক-৮৪ ও আলাক-৯৬,) সিজদা আছে কি না?
২০৮১। ফাহাদ (রাহঃ) ….. মুত্তালিব ইবন আবু ওয়াদায়া (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি দেখেছি, রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কায় সূরা আন-নাজম তিলাওয়াত করে সিজদা করেছেন। আমি তখন তাঁর সাথে সিজদা করিনি । কারণ আমি তখনও মুসলমান হইনি। অতএব এ সিজদা আমি কখনো আর পরিত্যাগ করব না।
অতএব এসব হাদীস দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত হলো যে, সূরা নাজমে সিজদা আছে। প্রথম পরিচ্ছেদে আমাদের আলোচনায় সিজদা নেই বলে প্রমাণিত হয়নি। সুতরাং সিজদা করাই উত্তম হবে। কারণ সিজদার স্থান ব্যতীত তো সিজদা করা জায়িয নয়। কিন্তু হতে পারে সিজদার স্থানে প্রথম অনুচ্ছেদে উল্লিখিত বর্ণনায় কোন কারণবশত সিজদা পরিহার করা হয়েছিল।
কোন প্রশ্নকারী বলেন, এমনও রিওয়ায়াত আছে যে, সূরা নাজমে সিজদা নেই। প্রমাণ হিসাবে তিনি নিম্নোক্ত হাদীসসমূহ পেশ করেছেন।
2081 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ وَدَاعَةَ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ النَّجْمَ بِمَكَّةَ , فَسَجَدَ , فَلَمْ أَسْجُدْ مَعَهُ لِأَنِّي كُنْتُ عَلَى غَيْرِ الْإِسْلَامِ , فَلَنْ أَدَعَهَا أَبَدًا» فَفِي هَذِهِ الْآثَارِ تَحْقِيقُ السُّجُودِ فِيهَا , وَلَيْسَ فِيمَا ذَكَرْنَا فِي الْفَصْلِ الْأَوَّلِ , مَا يَنْفِي أَنْ يَكُونَ فِيهَا سَجْدَةٌ فَهَذِهِ أَوْلَى , لِأَنَّهُ لَا يَجُوزُ أَنْ يُسْجَدَ فِي غَيْرِ مَوْضِعِ سُجُودٍ. وَقَدْ يَجُوزُ أَنْ يُتْرَكَ السُّجُودُ فِي مَوْضِعِهِ , لِعَارِضٍ مِنَ الْعَوَارِضِ الَّتِي ذَكَرْنَاهَا فِي الْفَصْلِ الْأَوَّلِ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّ فِي ذَلِكَ دَلَالَةً أَيْضًا تَدُلُّ عَلَى أَنْ لَا سُجُودَ فِيهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান