শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৬৩
আন্তর্জাতিক নং: ২০৬৪
তারাবীহ (কিয়ামে রামাযান) ঘরে পড়া উত্তম না ইমামের সাথে ?
২০৬৩-২০৬৪। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রামাযান মাসে তাহাজ্জুদ আদায়কারীগণ মসজিদের এক কোণে সালাত পড়তেন আর ইমাম লোকজন নিয়ে সালাত পড়তেন।

আবু বাকরা (রাহঃ) ......... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, লোকজন রামাযান মাসে সালাত পড়ত, কেউ তাদের ইমামতি করতেন। আর কিছু সংখ্যক লোক একাকী মসজিদে সালাত আদায় করত। শু’বা (রাহঃ) বলেছেন, ইসহাক ইবন সুয়াইদ (রাহঃ)-কে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইমাম আমাদের এখানে ইমামতি করতেন। আমাদের একটি কাতার ছিল, তার নাম ছিলো কারীদের কাতার। আমরা একাকী সালাত আদায় করতাম। আর ইমামের ইমামতিতে লোকজন সালাত পড়ত।
2063 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «كَانَ الْمُتَهَجِّدُونَ يُصَلُّونَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ , وَالْإِمَامُ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ»

2064 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «كَانُوا يُصَلُّونَ فِي رَمَضَانَ , فَيَؤُمُّهُمُ الرَّجُلُ , وَبَعْضُ الْقَوْمِ يُصَلِّي فِي الْمَسْجِدِ وَحْدَهُ» قَالَ شُعْبَةُ: سَأَلْتُ إِسْحَاقَ بْنَ سُوَيْدٍ عَنْ هَذَا , فَقَالَ: كَانَ الْإِمَامُ هَاهُنَا يَؤُمُّنَا , وَكَانَ لَنَا صَفٌّ يُقَالُ لَهُ: صَفُّ الْقُرَّاءِ , فَنُصَلِّي وُحْدَانًا وَالْإِمَامُ يُصَلِّي بِالنَّاسِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান