শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৬২
তারাবীহ (কিয়ামে রামাযান) ঘরে পড়া উত্তম না ইমামের সাথে ?
২০৬২। ফাহাদ (রাহঃ) ...... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যদি দুটি সূরা ব্যতীত আর কিছু আমার মুখস্থ (হিফয) না থাকে তাহলে আমি এ দুটো সূরারই পুনরাবৃত্তি করব। এটাই আমার নিকট রামাযান মাসে ইমামের পিছনে তারাবীহ পড়া অপেক্ষা প্রিয়।
2062 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، وَمُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «لَوْ لَمْ يَكُنْ مَعِي إِلَّا سُورَتَانِ لَرَدَّدْتُهُمَا , أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَقُومَ خَلْفَ الْإِمَامِ فِي رَمَضَانَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান