শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৩৭
আন্তর্জাতিক নং: ২০৩৮
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৩৭-২০৩৮। আবু বাকরা (রাহঃ) এবং ফাহাদ (রাহঃ) ……আলকামা (রাহঃ) ও আসওয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তঁরা বলেছেন, এক ব্যক্তি আব্দুল্লাহ (ইব্‌ন মাসউদ ) (রাযিঃ) এর নিকট এসে বলল, আমি এক রাক’’আতে মুফাস্‌সাল সূরা তিলাওয়াত করেছি । উত্তরে তিনি বললেন, নিম্নমানের খেজুরের ন্যায় বিক্ষিপ্ত এবং কবিতার ন্যায় দ্রুত পড়েছ । কিন্তু তুমি যেরূপ করেছ - রাসূলুল্লাহ্‌ (স) এরূপ করতেন না । তিনি প্রতি রাক’আতে দুটি সূরা মিলিয়ে পড়তেন । প্রতি রাক’আতে দুটি সূরা আর রহমান ) আন নাজম এক রাক’আতে। দশ রাক’আতে বিশটি সূরা ।
2037 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ ح

2038 - وَحَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَا: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، قَالَا: جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللهِ , فَقَالَ: إِنِّي قَرَأْتُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ , فَقَالَ: «نَثْرًا كَنَثْرِ الدَّقَلِ , وَهَذًّا كَهَذِّ الشِّعْرِ لَكِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَفْعَلُ مَا فَعَلْتَ , كَانَ يُقْرِنُ بَيْنَ كُلِّ سُورَتَيْنِ , فِي كُلِّ رَكْعَةٍ سُورَتَيْنِ , فِي كُلِّ رَكْعَةٍ» النَّجْمَ «وَ» الرَّحْمَنَ «فِي رَكْعَةٍ , عِشْرُونَ سُورَةً , فِي عَشْرِ رَكَعَاتٍ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. এক রাকাতে একাধিক সুরা পাঠ করতেন। অবশ্য এ হাদীসে ফরয বা নফল কোন কথা উল্লেখ না থাকায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে, এটা ফরযের ক্ষেত্রে প্রযোজ্য কি না। তবে সাহাবায়ে কিরাম ফরয নামাযের একই রাকাতে একাধিক সুরা পড়ার আমল করতেন। তা থেকে অনুমিত হয় যে, এক রাকাতে একাধিক সুরা পড়ার আমলটি হয়তো রসূলুল্লাহ স.-এর ফরয নামাযেও ছিলো। আর সাহাবায়ে কিরাম তাঁর থেকেই এ আমল গ্রহণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান