শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০২৩
৪৬. রাতের সালাতে কিরা’আত কিরূপ?
২০২৩। ইব্‌ন আবু দাউদ (রাহঃ) .. ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (স)
রাতের (তাহাজ্জুদ ) সালাত পড়তেন। তাতে তিনি এতটূকু উচ্চস্বরে তিলাওয়াত করতেন যে, তাঁর কিরা’আত পবিত্র হুজরার পিছন থেকে শুনা যেত , অথচ তিনি থাকতেন ঘরে।
بَابُ الْقِرَاءَةِ فِي صَلَاةِ اللَّيْلِ , كَيْفَ هِيَ؟
2023 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا ابْنُ أَبِي الزِّنَادِ , عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ , فَيُسْمِعُ قِرَاءَتَهُ مِنْ وَرَاءِ الْحُجَرِ وَهُوَ فِي الْبَيْتِ»