শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০১০
বিত্রের পর নফল পড়া
২০১০। ইব্ন আবু দাউদ (রাহঃ) ,…… আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে , রাসূলুল্লাহ্ (স) বিত্রের পর যে দু’রাক’আত সালাত বসে বসে আদায় করতেন, তাতে তিলাওয়াত করতেন সূরা ইয়া যুলযিলাত (৯৯) ও সূরা কুলইয়া আইয়্যুহাল কাফিরূন (১০৯)।
2010 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّيهِمَا بَعْدَ الْوِتْرِ , وَهُوَ جَالِسٌ يَقْرَأُ فِيهِمَا» إِذَا زُلْزِلَتْ «وَ» قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ "


বর্ণনাকারী: