শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০০০
আন্তর্জাতিক নং: ২০০১
বিত্‌রের পর নফল পড়া
২০০০-২০০১। আবু বাকরা (রাহঃ) ….. মুসা ইব্‌ন তালহা (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, উসমান (রাযিঃ) বলেছেনঃ আমি রাতের প্রথমভাগে বিত্‌রের সালাত পড়ি । যখন শেষ রাতে উঠি তখন এক রাক’আত পড়ে নেই। এই রাক’আত গুলো আমি উদাহরণ দিই কেবল মাত্র সেই যুবতী উটনীগুলোর সাথে , যে গুলোকে অন্য উটের (পালের ) সাথে মিলিয়ে দেই।

ইব্‌ন মারযুক (রাহঃ) … আব্দুল মালিক ইব্‌ন উমায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ হাদীস বর্ণনা করেছেনল।
2000 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلٌ , قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ , عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ أَنَّ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «إِنِّي أُوتِرُ أَوَّلَ اللَّيْلِ , فَإِذَا قُمْتُ مِنْ آخِرِ اللَّيْلِ صَلَّيْتُ رَكْعَةً فَمَا شَبَّهْتُهَا إِلَّا بِقَلُوصٍ أَضُمُّهَا إِلَى الْإِبِلِ»

2001 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ،. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান