শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৯৩
৪৪. মসজিদসমূহে নফল সালাত আদায় করা প্রসঙ্গে
১৯৯৩। আবু বাকর (রাহঃ) …. আবু ইস্হাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (স) (একবার ) আব্দুল আশহাল গোত্রের মসজিদে মাগবিরের সালাত আদায় করলেন । সালাত শেষে দেখলেন , লোকজন নফল পড়ছে । ফলে রাসূলুল্লাহ্ (স) বললেন , হে লোক সকল ! এ সব (নফল ) সালাত তো কেবল ঘরে পড়ার জন্য ।
بَابُ التَّطَوُّعِ فِي الْمَسَاجِدِ
1993 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو الْمُطَرِّفِ بْنُ أَبِي الْوَزِيرِ , قَالَ: ثنا مُحَمَّدُ بِنْ مُوسَى عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الْمَغْرِبَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَلَمَّا فَرَغَ رَأَى النَّاسَ يُسَبِّحُونَ فَقَالَ: «أَيُّهَا النَّاسُ إِنَّمَا هَذِهِ الصَّلَاةُ فِي الْبُيُوتِ»
