শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৮১
জুমু’আর পর নফল কিরূপ?
১৯৮১। ইয়াযিদ ইব্ন সিনার (রাহঃ) … খারাশা ইব্ন হুর (রাহঃ) থেকে বর্ণ্না করেন যে, উমর (রাযিঃ) জুমু’আর সালাতের পর অনুরূপ সালাত (দু’রাক’আত ) পড়াকে অপছন্দ করেছেন।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ জন্যই আবু ইউসূফ (রাহঃ) দু’রাক’আতের পুর্বে চার রাক’আত পড়াকে মুস্তাহাব মনে করতেন । কারণ, চার রাক’আত দু’রাক’আতের অপেক্ষা উত্তম । ফলে তিনি (চার রাক’আতে) আগে দু’রাক’আত পড়াকে মাকরূহ জ্ঞান করতেন । কেননা দু’রাক’আত-তো জুমু’আর-ই অনুরূপ । এ বিষয়ে এ অনুচ্ছেদের প্রারম্ভে উল্লিখিত মতটিই আবু হানীফা (রাহঃ)-এর মাযহাব ।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ জন্যই আবু ইউসূফ (রাহঃ) দু’রাক’আতের পুর্বে চার রাক’আত পড়াকে মুস্তাহাব মনে করতেন । কারণ, চার রাক’আত দু’রাক’আতের অপেক্ষা উত্তম । ফলে তিনি (চার রাক’আতে) আগে দু’রাক’আত পড়াকে মাকরূহ জ্ঞান করতেন । কেননা দু’রাক’আত-তো জুমু’আর-ই অনুরূপ । এ বিষয়ে এ অনুচ্ছেদের প্রারম্ভে উল্লিখিত মতটিই আবু হানীফা (রাহঃ)-এর মাযহাব ।
1981 - فَإِنَّهُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , قَالَ: ثنا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ سُلَيْمَانَ بْنِ مُسْهِرٍ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ: «أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَكْرَهُ أَنْ يُصَلِّيَ بَعْدَ صَلَاةِ الْجُمُعَةِ مِثْلَهَا» قَالَ أَبُو جَعْفَرٍ: فَلِذَلِكَ اسْتَحَبَّ أَبُو يُوسُفَ رَحِمَهُ اللهُ أَنْ يُقَدِّمَ الْأَرْبَعَ قَبْلَ الرَّكْعَتَيْنِ لِأَنَّهُنَّ لَسْنَ مِثْلَ الرَّكْعَتَيْنِ فَكُرِهَ أَنْ يُقَدَّمَ الرَّكْعَتَانِ لِأَنَّهُمَا مِثْلُ الْجُمُعَةِ. وَأَمَّا أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ , فَكَانَ يَذْهَبُ فِي ذَلِكَ إِلَى الْقَوْلِ الَّذِي بَدَأْنَا بِذِكْرِهِ فِي أَوَّلِ هَذَا الْبَابِ
