শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৭৭
জুমু’আর পর নফল কিরূপ?
১৯৭৭। সুলায়মান ইব্‌ন শু’আইব (রাহঃ)…… আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আতা (রাহঃ) আমার নিকট একাধিকবার বর্ণনা করেছেন যে, আমি জুমু’আর দিন ইব্‌ন উমর (রাযিঃ) –এর সাথে সালাত পড়েছি , তিনি (জুমু’আর সালাতের ) সালাম ফিরিয়ে দাঁড়িয়ে দু’রাক’আত আদায় করেছেন, তারপর দাঁড়িয়ে আদায় করেছেন চার রাক’আত । তারপর ফিরে গিয়েছেন।
অতএব দেখা যায় , ইব্‌ন উমর (রাযিঃ) জুমু’আর পর দু’রাক’আত নফল পড়েছেন, তারপর চার রাক’আত আদায় করেছেন, কাজেই এখানে এ সম্ভবনা আছে যে, ইব্‌ন উমর (রাযিঃ) যা করেছেন তা রাসূলুল্লাহ্‌ (স) –এর উক্তি ও আমল দ্বারা তাঁর নিকট প্রমাণিত । যেমনটি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। আলী (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ
1977 - أَنَّ سُلَيْمَانَ بْنَ شُعَيْبٍ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَطَاءٍ قَالَ أَبُو إِسْحَاقَ: حَدَّثَنِي غَيْرَ مَرَّةٍ قَالَ: " صَلَّيْتُ مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَوْمَ الْجُمُعَةِ فَلَمَّا سَلَّمَ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ قَالَ: فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ , ثُمَّ انْصَرَفَ " فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ كَانَ يَتَطَوَّعُ بَعْدَ الْجُمُعَةِ بِرَكْعَتَيْنِ , ثُمَّ أَرْبَعٍ , فَيُحْتَمَلُ أَنْ يَكُونَ فَعَلَ ذَلِكَ لِمَا قَدْ كَانَ ثَبَتَ عِنْدَهُ مِنْ قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ وَفِعْلِهِ , عَلَى مَا ذَكَرْنَا. وَقَدْ رُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلُ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান