শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৭৫
আন্তর্জাতিক নং: ১৯৭৬
জুমু’আর পর নফল কিরূপ?
১৯৭৫-১৯৭৬। আবু বিশ্র আর রাকী’(রাহঃ)…… ইব্ন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (স) থেকে বর্ণনা করেন যে, তিনি জুমু’আর পরের দু’রাক’আত শুধু তাঁর ঘরে আদায় করতেন ।
ইব্রাহীম ইব্ন মারযূক (রাহঃ)….. নাফি ‘(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রাযিঃ) একবার জুমু’আর পর এক ব্যক্তিকে দু’রাক’আত সালাত পড়তে দেখলেন । ফলে তাকে বাধা দিলেন এবং তাকে বললেন, তুমি কি জুমু’আর (সালাত) চার রাক’আত পড়ছ? বর্ণনাকারী বলেন, ইব্ন উমর (রা ) উক্ত দু’রাক’আত তাঁর গৃহে আদায় করতেন । আর তিনি বলতেন, রাসূলুল্লাহ্ (স) অনুরূপই করেছেন।
অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেনঃ জুমু’আর পর যে নফল বর্জন করা অনুচিত তা হচ্ছে ছয় রাক’আত । প্রথমে চার রাক’আত , তারপর দু’রাক’আত । তাঁরা বলেছেন , সম্ভবনা আছে যে, রাসূলুল্লাহ্ (স) থেকে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত উক্তি প্রথমে করেছেন তারপর তাঁর থেকে ইব্ন উমর (রাযিঃ) –এর রিওয়ায়াতে যা আছে তা করেছেন । অতএব পূর্বে যে (চার রাক’আতের ) উক্তি করেছেন, তার উপর এ দু’রাক’আত অতিরিক্ত । এ ছয় রাক’আতের উক্তির সমর্থনে দলীল হল নিম্নোক্ত রিওয়ায়াতঃ
ইব্রাহীম ইব্ন মারযূক (রাহঃ)….. নাফি ‘(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রাযিঃ) একবার জুমু’আর পর এক ব্যক্তিকে দু’রাক’আত সালাত পড়তে দেখলেন । ফলে তাকে বাধা দিলেন এবং তাকে বললেন, তুমি কি জুমু’আর (সালাত) চার রাক’আত পড়ছ? বর্ণনাকারী বলেন, ইব্ন উমর (রা ) উক্ত দু’রাক’আত তাঁর গৃহে আদায় করতেন । আর তিনি বলতেন, রাসূলুল্লাহ্ (স) অনুরূপই করেছেন।
অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেনঃ জুমু’আর পর যে নফল বর্জন করা অনুচিত তা হচ্ছে ছয় রাক’আত । প্রথমে চার রাক’আত , তারপর দু’রাক’আত । তাঁরা বলেছেন , সম্ভবনা আছে যে, রাসূলুল্লাহ্ (স) থেকে আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে বর্ণিত উক্তি প্রথমে করেছেন তারপর তাঁর থেকে ইব্ন উমর (রাযিঃ) –এর রিওয়ায়াতে যা আছে তা করেছেন । অতএব পূর্বে যে (চার রাক’আতের ) উক্তি করেছেন, তার উপর এ দু’রাক’আত অতিরিক্ত । এ ছয় রাক’আতের উক্তির সমর্থনে দলীল হল নিম্নোক্ত রিওয়ায়াতঃ
1975 - بِمَا حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ كَانَ لَا يُصَلِّي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ إِلَّا فِي بَيْتِهِ»
1976 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَارِمٌ قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: ثنا أَيُّوبُ، عَنْ نَافِعٍ،: أَنَّ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ , رَأَى رَجُلًا يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ , فَدَفَعَهُ وَقَالَ: " أَتُصَلِّي الْجُمُعَةَ أَرْبَعًا؟ قَالَ: وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَيَقُولُ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: التَّطَوُّعُ بَعْدَ الْجُمُعَةِ الَّذِي لَا يَنْبَغِي تَرْكُهُ سِتُّ رَكَعَاتٍ , أَرْبَعٌ ثُمَّ رَكْعَتَانِ. وَقَالُوا: قَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا رَوَاهُ عَنْهُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَوَّلًا ثُمَّ فَعَلَ مَا رَوَى عَنْهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَكَانَ ذَلِكَ زِيَادَةً فِيمَا تَقَدَّمَ مِنْ قَوْلِهِ. وَالدَّلِيلُ عَلَى مَا ذَهَبُوا إِلَيْهِ مِنْ ذَلِكَ
1976 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَارِمٌ قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: ثنا أَيُّوبُ، عَنْ نَافِعٍ،: أَنَّ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ , رَأَى رَجُلًا يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ , فَدَفَعَهُ وَقَالَ: " أَتُصَلِّي الْجُمُعَةَ أَرْبَعًا؟ قَالَ: وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي بَيْتِهِ وَيَقُولُ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: التَّطَوُّعُ بَعْدَ الْجُمُعَةِ الَّذِي لَا يَنْبَغِي تَرْكُهُ سِتُّ رَكَعَاتٍ , أَرْبَعٌ ثُمَّ رَكْعَتَانِ. وَقَالُوا: قَدْ يُحْتَمَلُ أَنْ يَكُونَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا رَوَاهُ عَنْهُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَوَّلًا ثُمَّ فَعَلَ مَا رَوَى عَنْهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَكَانَ ذَلِكَ زِيَادَةً فِيمَا تَقَدَّمَ مِنْ قَوْلِهِ. وَالدَّلِيلُ عَلَى مَا ذَهَبُوا إِلَيْهِ مِنْ ذَلِكَ
