শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৬৬
আন্তর্জাতিক নং: ১৯৬৭
রাত-দিনের নফল কিরূপ?
১৯৬৬-১৯৬৭। আলী ইব্‌ন শায়বা (রাহঃ) ,, রবী ‘ আলজীযী (রাহঃ) ও ইবরাহীম ইব্‌ন মারযূক (রাহঃ) .. .. .. আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সূর্য হেলে যাওয়ার পর রাসূলুল্লাহ্‌ (স) সর্বদা চার রাক’আত সালাত পড়তেন । আমি আরজ করলাম হে আল্লাহর রাসূল, আপনাকে দেখছি এ চার রাক’আত সালাত আদায় করেছেন , এর কারণ কি? প্রতি উত্তরে তিনি বললেনঃ হে আবু আইয়ুব, সূর্য যখন হেলে যায় তখন আকাশের দ্বারসমূহ উন্মুক্ত করে দেয়া হয় । যুহরের সালাত পড়া পর্যন্ত সেগুলো বন্ধ করে দেয়া হয় না । অতএব দ্বার সমূহ বন্ধ হওয়ার পূর্বে উক্ত সময় আমার কিছু নেক আমল উপরে উঠুক তা আমি পছন্দ করি । আমি বললাম , ইয়া রাসূলাল্লাহ্‌ ! এ চার রাক’আতের প্রত্যেকটিতে কিরা’আতে আছে ?? তিনি বললেন হ্যাঁ, জিজ্ঞেস করলাম, এ চার রাক’আতের মাঝে ব্যবধানকারী সালাম আছে ?? উত্তরে বললেন না, শুধুমাত্র তাশাহহুদ ছাড়া (সালাম নেই) ।
1966 - فَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ , قَالَ: أنا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ: أنا عُبَيْدَةُ الضَّبِّيُّ ح وَحَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ عَمْرٍو , عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ , عَنْ عُبَيْدَةَ ح

1967 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ , عَنْ عُبَيْدَةَ , عَنْ إِبْرَاهِيمَ هُوَ النَّخَعِيُّ , عَنْ سَهْمِ بْنِ مِنْجَابٍ , عَنْ قَزَعَةَ , عَنِ الْقَرْثَعِ , عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ , قَالَ: أَدْمَنَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ رَكَعَاتٍ بَعْدَ زَوَالِ الشَّمْسِ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ تُدْمِنُ هَؤُلَاءِ الْأَرْبَعَ رَكَعَاتٍ. فَقَالَ: «يَا أَبَا أَيُّوبَ إِذَا زَالَتِ الشَّمْسُ فُتِحَتْ أَبْوَابُ السَّمَاءِ , فَلَنْ تُرْتَجَّ حَتَّى يُصَلَّى الظُّهْرُ , فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِي فِيهِنَّ عَمَلٌ صَالِحٌ قَبْلَ أَنْ تُرْتَجَّ» فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , أَوَفِي كُلِّهِنَّ قِرَاءَةٌ؟ قَالَ: «نَعَمْ» . قُلْتُ: بَيْنَهُنَّ تَسْلِيمٌ فَاصِلٌ؟ قَالَ: «لَا إِلَّا التَّشَهُّدُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯৬৬ | মুসলিম বাংলা