শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৬১
সূর্যগ্রহণের সালাতে কিরা’আতে কিরূপ হবে ?
১৯৬১। আলী ইব্ন শায়বা (রাহঃ)…… হানাশ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাহঃ) সূর্যগ্রহণের সালাতে জোরে কিরা’আত পড়েছেন । অথচ আলী (রাযিঃ) রাসূলুল্লাহ্ (স) –এর সাথে সালাত পড়েছেন । যেমন পূর্বে আমরা এ গ্রন্থে তার-ই হাদীস পেশ করেছি ।
1961 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا قَبِيصَةُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْحَكَمِ، عَنْ حَنَشٍ، أَنَّ عَلِيًّا، رَضِيَ اللهُ عَنْهُ: «جَهَرَ بِالْقِرَاءَةِ فِي كُسُوفِ الشَّمْسِ» وَقَدْ صَلَّى عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا قَدْ رَوَيْنَاهُ مِمَّا تَقَدَّمَ مِنْ كِتَابِنَا هَذَا
