শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৩৯
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৯। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় চন্দ্ৰ অথবা সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তা'আলার নিদর্শনাবলী থেকে দু'টি নিদর্শন। এ দুটো কারো হায়াত (জন্ম) মউতের কারণে হয় না। অতএব যখন এমনটি হবে তখন সালাত আদায় করবে, যতক্ষণ না সূর্য আলোকোজ্জ্বল হয়।
1939 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ " أَنَّ الشَّمْسَ، أَوِ الْقَمَرَ انْكَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا كَانَ ذَلِكَ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)