শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৩৮
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৮। আলী ইবন মাবাদ (রাহঃ) ..... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ছিলাম তারপর সূর্যগ্রহণ হল। ফলে তিনি মসজিদের দিকে রওয়ানা হলেন। তাড়াহুড়ার কারণে তিনি চাদর টেনে-হেঁচড়ে যাচ্ছিলেন। লোকজন দ্রুত তাঁর নিকট সমবেত হল। তারপর তিনি সালাত আদায় করলেন, যেমনিভাবে তোমরা সালাত আদায় করে থাক।
1938 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَفَتِ الشَّمْسُ فَقَامَ إِلَى الْمَسْجِدِ يَجُرُّ رِدَاءَهُ مِنَ الْعَجَلَةِ وَثَابَ النَّاسُ إِلَيْهِ فَصَلَّى كَمَا تُصَلُّونَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান