শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৩৪
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৪। ইবন আবু দাউদ (রাহঃ) ….. আয়াস ইবন আমির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) চারটি সালাত (আল্লাহর হুকুমে) (বিধিবদ্ধ) করেছেন। বাড়ীতে অবস্থানকালে চার রাক'আত। সফরের সালাত দু'রাক'আত। সালাতুল কুসূফ (সূর্যগ্রহণের সালাত) দু'রাক'আত এবং সালাতুল মানাসিক (তাওয়াফ পরবর্তী শুক্রানা সালাত) দু'রাক'আত।
1934 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ أَيُّوبَ، عَنْ عَمِّهِ إِيَاسِ بْنِ عَامِرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: " فَرَضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ صَلَوَاتٍ: صَلَاةَ الْحَضَرِ أَرْبَعَ رَكَعَاتٍ , وَصَلَاةَ السَّفَرِ رَكْعَتَيْنِ , وَصَلَاةَ الْكُسُوفِ رَكْعَتَيْنِ وَصَلَاةَ الْمَنَاسِكِ رَكْعَتَيْنِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান