শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৩৩
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৩। ইবন আবু দাউদ (রাহঃ) …. আব্দুল্লাহ্ ইবন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের দু'রাক'আত সালাত চার সিজদা সহকারে আদায় করেছেন। উক্ত সালাতে তিনি কিয়াম (দাঁড়ানো), রুকূ ও সিজ্দাকে দীর্ঘায়িত করেছেন।
كتاب الصلاة
1933 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْحَجَّاجُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي كُسُوفِ الشَّمْسِ رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ أَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوعَ وَالسُّجُودَ»