শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯২৩
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২৩। ফাহাদ (রাহঃ) ….. আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সূর্যগ্রহণকালে উপরোক্ত পদ্ধতিতে লোকদেরকে সালাত পড়িয়েছেন। তারপর সালাত শেষে তিনি তাদেরকে হাদীস শুনালেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপ করেছেন।
তবে এ বিষয়ে অপরাপর আলিমগণ এঁদের বিরোধিতা করেছেন। তাদের উক্তি হলোঃ সূর্যগ্রহণের সালাতে ছয়টি রুকূ চারটি সিজ্দা। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
كتاب الصلاة
1923 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا زُهَيْرٌ، عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ، قَالَ: حَدَّثَنِي الْحَكَمُ، عَنْ رَجُلٍ، يُدْعَى حَنَشًا عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ صَلَّى بِالنَّاسِ فِي كُسُوفِ الشَّمْسِ كَذَلِكَ ثُمَّ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ فَعَلَ " وَخَالَفَ هَؤُلَاءِ آخَرُونَ فَقَالُوا: بَلْ هِيَ سِتُّ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৯২৩ | মুসলিম বাংলা