শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯২০
আন্তর্জাতিক নং: ১৯২২
নামাযের অধ্যায়
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯২০-১৯২২। আবু বাকরা (রাহঃ) …… ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) সূর্যগ্রহণের সালাত আদায় করতে দাঁড়ালেন। সালাত আরম্ভ করলেন, তারপর কিরা'আত পড়লেন। তারপর রুকূ করলেন তারপর মাথা উত্তোলন করে কিরা'আত করলেন। তারপর রুকূ করে মাথা উত্তোলন করলেন, কিরাআত পড়লেন। এরপর রুকূ করলেন। তারপর মাথা উত্তোলন করলেন, কিরা'আত পড়লেন। তারপর রুকূ করলেন । তারপর সিজদা করলেন। তারপর পুন অনুরূপ করলেন।
আবু যুরআ' (রাহঃ) আব্দুর রহমান ইবন আমর (রাহঃ) ….. সুইয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।
ইবন আবু দাউদ (রাহঃ) ….. হাবীব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
আবু যুরআ' (রাহঃ) আব্দুর রহমান ইবন আমর (রাহঃ) ….. সুইয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।
ইবন আবু দাউদ (রাহঃ) ….. হাবীব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন।
كتاب الصلاة
1920 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ طَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخُسُوفِ فَقَامَ فَافْتَتَحَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ , فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَرَأَ , ثُمَّ رَكَعَ , ثُمَّ سَجَدَ , ثُمَّ فَعَلَ مِثْلَ ذَلِكَ مَرَّةً أُخْرَى»
1921 - حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1922 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ: ثنا حَبِيبٌ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1921 - حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَ: ثنا يَحْيَى الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
1922 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ: ثنا حَبِيبٌ، ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ