আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৫৬
২৬০৫. আল্লাহর বাণীঃ পাঠ কর, আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত"
৪৫৯৬। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওহীর সূচনা হয়। এরপর তাঁর কাছে ফিরিশতা এসে বললেন, “পাঠ কর, তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পাঠ কর, আর তোমার প্রতিপালক মহা-মহিমান্বিত” (৯৬ঃ ১-৫)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন