আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৫৫
২৬০৪. আল্লাহর বাণীঃ خلق الإنسان من علق "তিনি মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন" (৯৬ঃ ২)
৪৫৯৫। ইয়াহয়া ইবনে বুকায়র (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, প্রথমত রাসূলুল্লাহ (ﷺ) এর প্রতি ওহীর সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। এরপর তাঁর কাছে ফিরিশতা এসে বললেন, “পড়, তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পাঠ কর, আর তোমার প্রতিপালক মহা-মহিমান্বিত” (৯৬ঃ ১-৫)।
